তোমার জন্য

সৈয়দা সেলিমা আক্তার | বৃহস্পতিবার , ২৯ আগস্ট, ২০২৪ at ৫:১৫ পূর্বাহ্ণ

তোমার জন্য গোলাপ বেলি

গন্ধরাজের ঘ্রাণ

লিলি ফুলের সুবাস জুড়ায়

দেহ, মন ও প্রাণ।

তোমার জন্য আমার যত

লেখার খেরো খাতা

বইয়ের ভাঁজে রাখা আছে

দোলনচাঁপার পাতা।

লেখার টেবিল জুড়ে শত

বই যে আছে রাখা

ডাইরি আছে সযতনে

খামখেয়ালি আঁকা।

ভোরবিহানে নামাজ সেরে

লেখাজোঁকায় মন

চায়ের কাপে চুমুক দেয়া

অবিনাশী ক্ষণ।

নিরিবিলি পরিবেশে

পড়া এবং লেখা

এমনি করেই কাটুক জীবন

যৌথ স্বপ্ন দেখা।

পূর্ববর্তী নিবন্ধবুকের ক্ষরণে
পরবর্তী নিবন্ধতারুণ্যের আদর্শ ডা. এল এ কাদেরী স্মরণে