অতি বর্ষণে বান ডাকে
ছোটকাল থেকে জানি
হঠাৎ করেই এতো পানি
কেউ কখনো দেখেনি।
পানি থৈথৈ চারদিক শুধু
একাকার হয়ে ভাসছে
হাঁস মুরগী গরু ছাগলগুলো
চোখের সামনে মরছে।
ডুবছে পুকুর ক্ষেতের ফসল
ভিটাবাড়ি ছিলো যতো
পানির তোড়ে ভাঙছে বাঁধ
রাস্তা ক্ষত বিক্ষত।
প্রবল স্রোতে উজান পানি
নামছে ভাটির দেশে
কামার কুমার কৃষক মজুর
বান পানিতে ভাসে।
পানি বন্দী লাখো মানুষ
করছে আর্ত চিৎকার
উদ্ধারে নামে ছাত্র জনতা
সেনাবাহিনী হাজারে হাজার।
হারিয়ে গেছে পানির স্রোতে
বয়োবৃদ্ধ নারী শিশু
চেয়ে চেয়ে দেখা ছাড়া
ছিলো না করার কিছু।
অতি বর্ষণে এমনটাই হবে
ছিলো না কারো বিশ্বাস
উজানের পানি আসবে জেনেও
দেয়নি তো পূর্বাভাস।
সভ্যতার এই যুগে আছে
আমার বাঁচার অধিকার
স্বাধীন সার্বভোম একটি দেশ
নিশ্চয় করবে প্রতিকার।
মানুষ যে মানুষের জন্য
সত্যি হলো আবার
হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান
সৃষ্টি এক আল্লার।