ঝুম বৃষ্টিতে রাস্তায় দাঁড়িয়ে আমি
ঠিক তখনই বিপরীত পাশের রাস্তায়
এসে দাঁড়ালে তুমি।
ঝুম বৃষ্টিতে ভিজতে ভিজতে যখনই
তোমার সৌন্দর্যের মাঝে হারানোর পালা এলো,
তখনই তুমি হঠাৎ সমস্ত মুগ্ধতা নিয়ে
উধাও হয়ে গেলে এই শহরের অপরিচিত
জনস্রোতের ভিড়ে।
ভিজে জবুথবু হয়ে বাসায় ঢুকার সাথে সাথে
পুরাতন ডায়েরির ভ্যাপসা গন্ধ নাকে এসে লাগলো,
ভাবলাম ডায়েরির পাতা উল্টিয়ে দেখা যাক একটু;
ডায়েরি প্রতিটা লাইন যেনো আজ জীবন্ত ইতিহাস,
এর প্রতিটা জং ধরা লাইন বয়ে বেড়াচ্ছে
অসমাপ্ত এক ভালোবাসার গল্প।
এ ডায়েরির প্রতিটা কবিতা আজ সান্ত্বনা খুঁজে
তোমার কানে গুঁজে থাকা রজনীগন্ধার ঘ্রাণে।
ডায়েরি দেখার পাঠ চুকিয়ে বারান্দায় এসে
বৃষ্টির দিকে তাকিয়ে ভাবতে লাগলাম,
আমাদের ভালোবাসা কত আগে উড়ে
চলে গেছে পাখি হয়ে,
আজ হয়তো সে পাখি পাখা মেলে
উড়ে বেড়াচ্ছে আকাশে,
যাকে নীড়ে ফেরানোর সাধ্য আর কারো নেই।