বন্যার্তদের সহায়তায় দৈনিক আজাদী গতকাল বুধবার দ্বিতীয় দফায় বিপুল পরিমাণ শুকনো খাবার, পানি, ওষুধ এবং নতুন–পুরাতন কাপড়সহ নানা পণ্যসামগ্রী বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্টে প্রদান করেছে। আজাদীর নিজস্ব তহবিলের পাশাপাশি নগরবাসী থেকে সংগৃহীত ত্রাণের চালানটি আজাদীর নির্বাহী সম্পাদক শিহাব মালেক বিএনসিসির কর্ণফুলী রেজিমেন্টের কমান্ডার লে. কর্নেল লোকমানের হাতে তুলে দেন।
এ সময় দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক ও চিফ রিপোর্টার হাসান আকবর উপস্থিত ছিলেন। বিএনসিসির পক্ষে ব্যাটালিয়ন অ্যাডজুটেন্ট মেজর রাফি, রেজিমেন্ট অ্যাডজুটেন্ট লে. তানজীম, ৫৭ স্কোয়াড্রন কমান্ডার ফ্লাইট লে. আবেদীনসহ শীর্ষ কর্মকর্তারা পণ্যসামগ্রী গ্রহণ করেন।
পণ্যসামগ্রী গ্রহণ করে রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল লোকমান আজাদীর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, বন্যার্তদের মাঝে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। খাবারের পাশাপাশি বন্যার্ত শিক্ষার্থীদের জন্য খাতা–কলম ও পেনসিলসহ শিক্ষা উপকরণের ব্যবস্থা করার জন্য আহ্বান জানান তিনি।
আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক বলেন, ভয়াবহ এই বন্যায় মানুষ যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদাহরণ হয়ে থাকবে। দৈনিক আজাদী সবসময় মানুষের কথা বলে, মানুষের পাশে থাকে। এমন দুর্দিনে তাই আজাদী স্বাভাবিক দায়িত্বের পাশাপাশি মানবিক উদ্যোগ নিয়ে ত্রাণ সংগ্রহ এবং তা বন্যার্তদের মাঝে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। অতীতেও বিভিন্ন দুর্যোগে আজাদী দুর্গত এলাকার মানুষের জন্য কাজ করেছে। বিএনসিসিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমরা সবাই মিলে কষ্টে থাকা মানুষগুলোর কষ্ট কিছুটা কমানোর চেষ্টা করছি। ভবিষ্যতেও এই ধরনের সংকটে আমরা একসাথে কাজ করব।
উল্লেখ্য, দৈনিক আজাদী নিজস্ব তহবিলের পাশাপাশি নগরবাসী থেকে ত্রাণ সংগ্রহ অব্যাহত রেখেছে। নগদ অর্থের পাশাপাশি নতুন–পুরনো কাপড়, ওষুধসহ প্রয়োজনীয় নানা সামগ্রী আজাদী ভবনে গ্রহণ করা হচ্ছে। এর আগে ২৫ আগস্ট প্রথম দফায় দুই কাভার্ড ভ্যান পণ্য বন্যার্তদের মাঝে পাঠানো হয়েছিল। গতকাল দ্বিতীয় চালানে এক কাভার্ড ভ্যান পণ্য হস্তান্তর করা হয়।