চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) নতুন অধ্যক্ষের (ভারপ্রাপ্ত) দায়িত্ব পেয়েছেন হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন। তিনি অধ্যাপক ডা. সাহেনা আকতারের স্থলাভিষিক্ত হচ্ছেন। গতকাল বুধবার স্বাস্থ্য ও শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব দূর–রে–শাহ্ওয়াজের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে চমেকসহ দেশের পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, অধ্যাপক ডা. মো. কামরুল আলমকে ঢাকা মেডিকেল কলেজে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), অধ্যাপক ডা. মো. মাজহারুল ইসলামকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), ডা. মো. আজিজুল হককে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজে অধ্যক্ষ এবং অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলমকে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) করা হয়েছে। অপরদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার, গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আমীর হোসাইন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. শাহাদাত হোসেন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. নওশাদ আলীকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে।
অপরদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. নাজমুল হোসেনকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব দিয়েছে সরকার।