চাক্তাই এলাকায় পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজির প্রতিবাদে জরুরি সভা করেছেন চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির নেতারা। গতকাল বিকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক ও চট্টগ্রাম চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি এবং চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি এনামুল হক। সভার সিদ্ধান্ত মতে, আজ বিকেল ৫ টা থেকে ৬ টা ব্যবসায়ীরা চাক্তাইয়ের সকল দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করবেন ব্যবসায়ীরা। এছাড়া চাঁদাবাজদের গ্রেপ্তারে ৭ দিনের আল্টিমেটামও দেয়া হয়েছে। সভা সঞ্চালনা করেন চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ। সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম, চট্টগ্রাম চট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আলী আব্বাস তালুকদার, সাধারণ সম্পাদক গোলাফুর রহমান মঞ্জু, চাক্তাই আড়তদার ও ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. রফিকুল আলম, চাক্তাই কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি তাপস মল্লিক, সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম শাওন, চাক্তাই ব্রোকার ধান, চাউল, গম এসোসিয়েশনের সভাপতি মো. ওসমান আলী, সাধারণ সম্পাদক আবু নোমান লিটন, বৃহত্তর চাক্তাই, খাতুনগঞ্জ, আছদগঞ্জ ও কোরবানিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মফিজ উল্লাহ ও সাধারণ সম্পাদক মো. সফিউল্লাহ।
বক্তারা বলেন, চাক্তাই এলাকায় আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কিছু চিহ্নিত চাঁদাবাজ সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছে। আমরা প্রথম থেকে বলে আসছি এসব সন্ত্রাসী বা চাঁদাবাজরা যে রাজনৈতিক দলের পরিচয়ই থাকুক না কেন, তাদের প্রতিহত করা হবে। সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের জায়গা চাক্তাইয়ে হবে না। এখানে আমাদের একটাই পরিচয়, আমরা ব্যবসায়ী। কেউ আমাদেরকে জিম্মি করে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালাতে পারবে না। এসব সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ। চাক্তাইয়ে চাঁদাবাজির প্রতিবাদে আমরা আগামীকাল (আজ) বিকেল ৫ টা থেকে ৬ টা পর্যন্ত দোকানবন্ধ রেখে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করবো। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের উৎখাত না করা পর্যন্ত আমাদের আন্দোলন কর্মসূচি চলবে।