খাগড়াছড়িতে আলোচিত ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৯ আগস্ট, ২০২৪ at ৫:৪২ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে এক নারীকে গণধর্ষণের ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযান চালিয়ে গত মঙ্গলবার রাতে রামগড়ের নাকাপা থেকে ধর্ষণের অভিযোগে মো. ইউসুপ, মো. রানা ও মো. ফয়সালকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার মুক্তা ধর।

গতকাল বুধবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরো জানান, ২২ অগাস্ট রাতে নাকাপা এলাকায় ধর্ষকেরা এক নারী ও তার মেয়েকে তুলে নিয়ে বাড়ির পাশে কলা বাগানে যায়। এ সময় ভুক্তভোগীর মেয়ে দৌড়ে পালালেও ওই নারীকে গণধর্ষণ করে দুর্বৃত্তরা। পরে মেয়ের চিৎকারের স্থানীয়রা এগিয়ে এলে ধর্ষকেরা পালিয়ে যায়। মঙ্গলবার অভিযান চালিয়ে তিন ধর্ষককে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার। এ ঘটনায় রামগড় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ মামলা দায়েরের পাশাপাশি ধর্ষকের বিচার দাবিতে বিক্ষোভ করে বিভিন্ন পাহাড়ি সংগঠন। গ্রেপ্তারকৃতদের আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসি ছাত্রের মৃত্যুতে ট্রাস্টি চেয়ারম্যান ও ভিসির শোক
পরবর্তী নিবন্ধনবী দিবস আজ, বন্যার্তদের সহায়তায় চট্টগ্রাম দরবারে সীমিত আয়োজন