ইনুর ৭ দিন ও মেননের ছয় দিনের রিমান্ড

আজাদী ডেস্ক | বুধবার , ২৮ আগস্ট, ২০২৪ at ৯:৩৯ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ব্যবসায়ী হত্যা মামলায় গ্রেপ্তার জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ৭ দিন রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। পুলিশের রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম আলী হায়দার গতকাল মঙ্গলবার রিমান্ড মঞ্জুর করেন। ইনুকে গত সোমবার ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গতকাল ইনুকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোরাদ খান। শুনানি শেষে বিচারক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এক মামলায় পাঁচ দিনের জিজ্ঞাসাবাদ শেষের দিন আরেক মামলায় ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে ছয় দিনের রিমান্ড পেয়েছে পুলিশ। আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, আন্দোলন চলাকালে পোশাককর্মী রুবেল হত্যার ঘটনায় ঢাকার আদাবর থানার মামলায় তাকে রিমান্ডে দেওয়া হয়েছে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেককে অজ্ঞাত আসামি করা হয়েছে। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান শুনানি শেষে রাশেদ খান মেননকে রিমান্ডে নেওয়ার অনুমতি দেন। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
পরবর্তী নিবন্ধকক্সবাজার-ঢাকা রুটে এক সপ্তাহ পর ট্রেন চলাচল শুরু