তিন চাকার সিএনজি চালিত টেক্সির লাইন দখল নিয়ে পেকুয়া বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একপক্ষের ছুরিকাঘাতে শহীদুল ইসলাম শওকত (৩৬) নামের এক শ্রমিক দল নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও দুইজন। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের পেকুয়া বাজারের পশ্চিম পাশে ওয়াপদা অফিসের সামনে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।
নিহত শহীদুল ইসলাম শওকত উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম জোন শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক। তিনি সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকার মৃত শফিউল আলমের ছেলে। আহতরা হলেন নিহত শওকতের ছোট ভাই মোহাম্মদ শাকের (২৭) ও চাচাতো ভাই মোহাম্মদ তারেক (২৩)। তাদেরকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পেকুয়া সদর পশ্চিম জোন শ্রমিক দলের দুটি পক্ষ রয়েছে। একটি পক্ষের নেতৃত্ব দেন পশ্চিম জোন শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শওকত। অপর পক্ষটির নেতৃত্ব দেন সাবেক সহ–সভাপতি বদিউল আলম ও সাজ্জাদুল ইসলাম।
শ্রমিকেরা জানান– রাজনৈতিক পটপরিবর্তনের পর শ্রমিক দলের এই দুই পক্ষ পেকুয়া সিএনজি, টেম্পো, অটোরিকশা শ্রমিক ইউনিয়নের লাইন দখল নিতে মরিয়া হয়ে উঠে। এর জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও হতাহতের ঘটনাটি ঘটেছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, কার হাতে শওকত খুন হয়েছে সেই তথ্য সবিস্তারে নেওয়া হচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে থানায় মামলা নেওয়া হবে।