নাসিমন ভবনের সামনে ঘোরাফেরা, যুবলীগ নেতা আটক

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৮ আগস্ট, ২০২৪ at ৮:১৪ পূর্বাহ্ণ

নগরের নাসিমন ভবন বিএনপি কার্যালয়ের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় ছাত্রজনতার হাতে আটক হয়েছেন হত্যা মামলার আসামি ও যুবলীগ নেতা জাবেদ খান। পরে তাকে চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গতকাল বিকেলে এ ঘটনা ঘটে।

জাবেদ খানের বাসা নগরীর খুলশী থানার নিউ ঝাউতলা কলোনিতে। যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত জাবেদ বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাকাণ্ডের ঘটনায় গত ২১ অগাস্ট নগরীর চান্দগাঁও থানায় দায়ের হওয়া এক মামলার ২১৯ নম্বর আসামি। ‘যুবলীগ ক্যাডার’ হিসেবে পরিচিত জাবেদের বিরুদ্ধে নগরের খুলশী এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ আছে।

চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবীর সাংবাদিকদের বলেন, বিএনপি কার্যালয়ের সামনে জাবেদ ঘোরাফেরা করছিল। স্থানীয় জনতার সন্দেহ হলে তারা তাকে আটকে ফেলে। পরিচয় নিশ্চিত হওয়ার পর থানায় খবর দিলে আমরা গিয়ে গ্রেপ্তার করে নিয়ে আসি। তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় হত্যা মামলা আছে।

নগর বিএনপির দায়িত্বশীল নেতারা দাবি করেছেন, জাবেদ বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের সময় বিভিন্ন স্থানে হামলায় নেতৃত্ব দিয়েছে। তার মোবাইল ফোনে আওয়ামী লীগের হত্যা মামলার গুরুত্বপূর্ণ আসামিদের সাথে অন্তরঙ্গ ছবি পাওয়া গেছে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধকাপ্তাই হ্রদ থেকে পানি ছাড়ার পরিমাণ বেড়েছে