চোর শনাক্তের পাঁচ দিনেও উদ্ধার হয়নি টেক্সি

উপার্জনের মাধ্যম হারিয়ে দিশেহারা যুবক

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ আগস্ট, ২০২৪ at ৮:৪৮ পূর্বাহ্ণ

উপার্জনের একমাত্র মাধ্যম সিএনজিচালিত টেক্সিটি হারিয়ে অসহায় হয়ে পড়েছেন চালক আবদুর রহিম। গভীর রাতে ট্যাক্সি চুরির দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে, শনাক্ত হয় চোর। তবে ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও পুলিশ এখনো টেক্সিটি উদ্ধার করতে পারেনি। থানা পুলিশের দ্বারে দ্বারে ঘুরে টেক্সিটি উদ্ধারের আকুতি জানিয়েছেন চালক আবদুর রহিম। এ ঘটনায় রহিম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, আশিয়া গ্রামের বাসিন্দা টেক্সিচালক রহিম পরিবার নিয়ে কুসুমপুরা ইউনিয়নের হরিনখাইন গ্রামের বাদশা মিয়ার বাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকেন। সারাদিন গাড়ি চালিয়ে রাতে টেক্সিটি তার বাসার কাছে একটি রাস্তার পাশে রাখেন। গত ২০ অগাস্ট টেক্সিটি রেখে বাসায় পরিবারের সকলেই ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখেন তার টেক্সিটি নেই। এ সময় বাসার পাশের একটি সিসি ক্যামেরার ফুটেজ চেক করে দেখতে পান দুই ব্যাক্তি কৌশলে ট্যাক্সিটি চুরি করে নিয়ে যায়। ফুটেজে স্থানীয় একজনকে শনাক্ত করেন আবদুর রহিম।

তিনি জানান, টেক্সিটি তিনি ক্রয়সূত্রে মালিক। এর মাধ্যমে পরিবারের জীবিকা নির্বাহ করেন তিনি। চুরির ঘটনার ফুটেজসহ গুরুত্বপূর্ণ প্রমাণ পুলিশকে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। পটিয়া থানার উপপরিদর্শক কাউসার আলম বলেন, চুরির ঘটনায় সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আটকসহ গাড়ি উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
পরবর্তী নিবন্ধসবাইকে পানিবন্দী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান