নানিয়ারচরে আনসার ভিডিপি সদস্যদের অস্ত্র থানায় জমা

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ আগস্ট, ২০২৪ at ৮:৪৫ পূর্বাহ্ণ

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় নিরাপত্তাজনিত কারণে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নিরাপত্তার দায়িত্বে থাকা আনসারভিডিপি সদস্যদের অস্ত্রগোলাবারুদ থানায় জমা দেয়া হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যায় নানিয়ারচর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শুকুরানী বড়ুয়ার তত্ত্বাবধানে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নিরাপত্তায় দায়িত্বরত আনসার ক্যাম্পের সকল অস্ত্র নানিয়ারচর থানায় জমা করা হয়। জমা করা অস্ত্রগোলাবারুদের মধ্যে রয়েছে চারটি শর্টগান, ২০ রাউন্ড রাবার বুলেট, ২০ রাউন্ড সীসা। রাঙামাটির নানিয়ারচর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহাবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধরাউজানের বন্যা বিধ্বস্ত রাস্তা সংস্কার কাজ হচ্ছে স্বেচ্ছাশ্রমে
পরবর্তী নিবন্ধহেলিকপ্টারে ত্রাণ পৌঁছাল খাগড়াছড়িতে