রাউজানের বন্যা বিধ্বস্ত রাস্তা সংস্কার কাজ হচ্ছে স্বেচ্ছাশ্রমে

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ আগস্ট, ২০২৪ at ৮:৪৩ পূর্বাহ্ণ

বিগত কয়েকদিনের টানা বৃষ্টি, হালদা, কর্ণফুলী নদীর বর্ধিত জোয়ারের পানির সাথে পাহাড়ি ঢলের স্রোতের তীব্রতায় রাউজানের বিভিন্ন ইউনিয়নের রাস্তাঘাট ধসে গিয়েছে। গত রোববার বিকাল থেকে লোকালয়ের পানি নামতে থাকলে ও একের পর এক ভেসে উঠছে রাস্তাঘাটের বিধ্বস্ত রূপ। সরেজমিনে পরিদর্শনে দেখা যায় নদী ও খাল পাড়ের সাথে থাকা ইউনিয়ন সমূহে বেশির ভাগ রাস্তা বিধ্বস্ত হয়েছে। রাস্তার উপর দিয়ে বয়ে যাওয়া স্রোতে তীব্রতায় ছিন্নভিন্ন হয়েছে পাকা,কাঁচা সব রাস্তা। বহু রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কোনো কোনো বিধ্বস্ত রাস্তায় স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো বসিয়ে এপার ওপাড় পারাপার করছে। কেউ কেউ মাটি কেটে ভরাট করার মাধ্যমে চলাচল উপযোগি করছে। পানির স্রোতে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে উপজেলার নোয়াজিশপুর, চিকদাইর,ডাবুয়া, নোয়াপাড়া, উরকিরচর, পশ্চিম গুজরা,পূর্ব গুজরা, রাউজান সদর ইউনিয়নে। গ্রামীণ রাস্তার মত বিভিন্ন স্থানে বিধ্বস্ত হয়েছে উপজেলায় যোগাযোগের প্রধান প্রধান সড়ক গুলোও। এসব সড়কের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাউজানকাগতিয়ানোয়াপাড়া সড়ক। কয়েকটি স্থানে বিধ্বস্ত হয়ে যাওয়া এই সড়ক পথে যানবাহন চলাচল করছে এখন ঝুঁকি নিয়ে। দেখা গেছে পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই খালের উত্তর পাশে থাকা ডা. রাজা মিয়া সড়কটির বিভিন্ন স্থানে হয়েছে বেহাল দশা। গতকাল সোমবার দেখা গেছে স্থানীয়রা বিধ্বস্ত হয়ে যাওয়া সড়ক পথটি চলাচল উপযোগি করতে স্বেচ্ছাশ্রমে কাজ করছে। গ্রামের সমাজ সেবক মোহাম্মদ লিয়াকত আলী চৌধুরী বলেছেন, পাড়ার ছেলেরা বিধ্বস্ত সড়ক পথে চলাচল উপযোগি করতে কোনো জায়গায় মাটি দিয়ে বাঁশের সাঁকো বসিয়েছে, ক্ষতিগ্রস্ত আরসিসি ঢৎালাই করা বিধ্বস্ত সড়কে বালি কংক্রিট সিমেন্ট মিঙিং করে সংস্কার করছে। ক্ষতিগ্রস্ত এলাকার অনেকেই অভিযোগ করেছেন বিগত সময়ে রাস্তার উন্নয়ন কাজে যারা জড়িত ছিলেন তারা নয়ছয় করে কাজ শেষ করায় রাস্তা গুলো এমন অবস্থা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধস্বৈরাচার হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে : শাহাদাত
পরবর্তী নিবন্ধনানিয়ারচরে আনসার ভিডিপি সদস্যদের অস্ত্র থানায় জমা