জোছনার চাঁদ তুমি লুকালে কোথায়,
বান বাসী মানুষেরা বড় অসহায়।
আলো নেই কেবলই আঁধারের কোলে,
মানুষের চোখে মুখে বিষণ্নতা দোলে।
চাঁদ তুমি লুকিয়েছো আকাশের নীলে,
সেদিনও ছিলে তুমি জোছনার কোলে।
তুমি নেই ধরনীতে মিটমিট আলো,
তুমি হীনা জমকালো আলো শুধু কালো।
নন্দিনী বন্দিনী জলে গৃহে পরবাসে,
চোখ ভাসে জলযোগে নিভৃত প্রবাসে।
নিজগৃহে কারাবাস শূন্যতায় শোকে,
কথামালা কণ্ঠে বন্দি বেদনার বুকে।