বানের জলে ভেসে যাওয়ার ৩ দিন পর মিলল প্রবাসীর লাশ

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ আগস্ট, ২০২৪ at ৮:১০ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে বন্যার স্রোতে ভেসে যাওয়ার তিন দিন পর মোহাম্মদ রোমন নামে এক প্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে শুভপুর জাইল্লাঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রোমন মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর এলাকার এবায়েদ উল্লাহ খাঁনের ছোট ছেলে।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, রোমন দুই মাস আগে ছুটিতে দেশে আসেন। গত শুক্রবার পানির স্রোতে ভেসে যাওয়ার পর তিন দিন নিখোঁজ থাকেন। গতকাল তার লাশ পাওয়া যায়।

করেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য আজাদ উদ্দিন জানান, গত শুক্রবার বন্যার পানিতে ভেসে যায় রোমন। আজ (গতকাল) বিকালে গ্রামের জামে মসজিদের সামনে তার নামাজে জানাজা শেষে বিশ্বটিলা কবরস্থানে দাফন করা হয়েছে। রোমনের দুটি সন্তান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রধান উপদেষ্টার কাছে রোডম্যাপ আশা করেছিলাম : ফখরুল
পরবর্তী নিবন্ধটেকনাফ স্থলবন্দরে ধীর গতিতে চলছে আমদানি-রপ্তানি