বাংলাদেশকে হালকাভাবে নিয়েছিল পাকিস্তান? তেমন প্রশ্নের উত্তরে ম্যাচের পর সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন আমি এই রকম ভাবি না। আমরা জানি ওদের শক্তির জায়গা পেস বোলিং। স্পিনারদের পাশাপাশি শেষ দুই বছর ধরে পেস বোলিংয়ে আমরা ভালো করতেছি। আমার মনে হয় না তারা পিচ বুঝতে পারেনি। আমরা ভালো বল করেছি। তাদের বোলাররা ভালো করেছে এবং আমাদের ব্যাটাররা এই ধরনের গরম কন্ডিশনে ভালো ব্যাটিং করেছে। পাশাপাশি আমাদের ওপেনাররা ওইদিন ১২ ওভার ভালো ব্যাটিং করেছে। চতুর্থ দিনের পরও মনে হচ্ছিল ড্রয়ের পথে হাঁটছে ম্যাচ। এরপর মোড় বদলে যায়। প্রথমবারের মতো পাকিস্তানকে তাদের মাটিতে ১০ উইকেটে হারিয়েছে কোনো দল। আগের ১৩ টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ড্রও ছিল কেবল একটি। এমন জয়ের অনুভুতিটা কেমন জানতে চাইলে শান্ত বলেন এটা দারুণ অনুভূতি। ম্যাচের শেষ দিন সকালে যখন মাঠে এসেছি, তখন থেকেই বিশ্বাস ছিল এই ম্যাচ আমরা জিততে পারব। কারণ আমরা তখন ৯৪ রানে এগিয়ে ছিলাম। স্পিনারদের জন্য পিচ কঠিন ছিল। পেসারদের বল বেশ উঁচু–নিচু হচ্ছিল। তখন আমাদের মধ্যে বিশ্বাস ছিল যদি সঠিক জায়গায় বল ফেলতে পারি তাহলে আমরা ম্যাচ জিততে পারব। আর শেষ পর্যন্ত সেটাই ঘটেছে। আমাদের বোলাররা দারুন বল করেছে। বিশেষ করে দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ এবং সাকিব আল হাসান ছিল একেবারে দুর্দান্ত। এ দুজনের ঘুর্ণিতে সর্বনাশ হয়েছে পাকিস্তানের। তবে শান্ত মনে করেন পাকিস্তান কি করেছে সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। আমরা নিজেদের সেরাটা দিয়ে সেরা দল হিসেবে ম্যাচটা জিতেছি। এখন দ্বিতীয় টেস্টে খেলতে নামার আগে আমাদের মনোবল থাকবে অনেকখানি বাড়তি।