আগামী মাসে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচকে সামনে রেখে ব্রাজিল দলে ডাক পেয়েছেন চেলসির সাথে আগামী বছর চুক্তি করতে যাওয়া ফরোয়ার্ড ১৭ বছর বয়সী এস্তেভাও উইলিয়ান। আগামী মৌসুমে ১৮ বছর হবার পর পালমেইরাস থেকে চেলসিতে যোগ দিবেন এস্তেভাও। ইতোমধ্যেই দক্ষিণ আমেরিকার অন্যতম আকর্ষণীয় প্রতিভা হিসেবে তাকে বিবেচনা করা হচ্ছে।
গত নভেম্বরে মাত্র ১৭ বছর বয়সে কলম্বিয়ার বিরুদ্ধে ব্রাজিলের জার্সি গায়ে এনড্রিকের অভিষেক হবার পর এখন আরেক টিনএজার এস্তেভাওকে দলে নিল সেলেসাওরা।
গত অক্টোবরে হাঁটুর গুরুতর ইনজুরিতে পড়া নেইমার এখনো সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেননি। আগামী ৬ সেপ্টেম্বর কুরিটিবাতে ইকুয়েডর ও চারদিন পর অসানসিওনে প্যারাগুয়ের মোকাবেলা করবে ব্রাজিল।
স্কোয়াড : গোলরক্ষক : এ্যালিসন, বেনটো, এডারসন। ডিফেন্ডার : ডানিলো, ইয়ান কুটো, গুইলহারমে আরানা, ওয়েন্ডল, লুকাস বেরালডো, এডার মিলিটাও, গ্যাব্রিয়েল মাগালহেস, মারকুইনহোস।
মিডফিল্ডার : আন্দ্রে, ব্রুনো গুইমারায়েস, জারসন, হুয়াও গোমেজ, লুকাস পাকুয়েটা।
ফরোয়ার্ড : এনড্রিক, এস্তেভাও, লুইজ হেনরিক, পেড্রো, রডরিগো, সাভিনহো, ভিনিসিয়াস জুনিয়র।