জামায়াত কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে সফলভাবেই অগ্রসর হচ্ছে

ভুজপুরে জামায়াতের রুকন সমাবেশে শাহজাহান চৌধুরী

| রবিবার , ২৫ আগস্ট, ২০২৪ at ৯:৪১ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে সফলভাবেই অগ্রসর হচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও মহানগরী আমীর শাহজাহান চৌধুরী। গতকাল শনিবার ফটিকছড়ি ভুজপুর জামায়াতের রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

ভুজপুর থানা জামায়াতের আমীর ও ফটিকছড়ি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ আল কাদেরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ ফজলুল করিম, উত্তর জেলা শূরা সদস্য বোরহান উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রহমান, মাওলানা আহমেদ হোসেন, অধ্যাপক জাহাঙ্গীর আলম, থানা সেক্রেটারি মাওলানা মোহররম আলী, এজহারুল ইসলাম প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মহানগরী আমীর শাহজাহান চৌধুরী বলেন, আওয়ামীবাকশালীরা দেশের মানুষের মর্যাদা দেয়নি। এমন কোনো জুলুমনির্যাতন নেই যা আমাদের ওপর চালানো হয়নি। কিন্তু তারা জামায়াতের অগ্রযাত্রা কোনোভাবেই রোধ করতে পারেনি বরং শত শত শাহাদাত ও জুলুমনির্যাতনের পথ ধরেই জামায়াত কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে সফলভাবেই অগ্রসর হচ্ছে। আর আগামী দিনে মানবতার মুক্তির জন্য বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ।

এ সময় তিনি নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, মীরসরাই, ফটিকছড়ি ও হাটহাজারীসহ বন্যা দুর্গত এলাকার মানুষের দুর্দশা লাঘবে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যাপক নুরুল আমিন চৌধুরী বলেন, ইসলামী আন্দোলনের খুঁটি হলো রুকনরা। রুকনরা ঠিক থাকলে ইসলামী আন্দোলনের প্রসাদ মজবুত থাকে। রুকনদের ব্যক্তিগতপারিবারিক ও সামাজিক জীবনের সফলতার মাধ্যমেই ইসলামী আন্দোলনের সফলতা।

মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন বলেন, আমাদের দাওয়াত হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে এক রব এবং রাসুলকে (সা.) আমাদের নেতা মানা। একইসাথে সমাজ থেকে অসৎ নেতৃত্ব বিদায় করে সৎ, যোগ্য, মেধাবী নেতৃত্ব প্রতিষ্ঠা করা। সমাজে যে অসৎ নেতৃত্ব আল্লাহর নাফরমানী করবে তাদের আনুগত্য করা যাবে না। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে কমছে পানি, ভেসে উঠছে ক্ষত
পরবর্তী নিবন্ধবন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ আসলাম চৌধুরীর