নিষ্ঠা ফাউন্ডেশনের সাথে চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের মতবিনিময় সভা গতকাল শনিবার কিডনি ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কিডনি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডা. মঈনুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন নিষ্ঠা ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন, নিষ্ঠার ইসি সহসভাপতি সৈয়দ কুতুবউদ্দীন আলম, ইসি মেম্বার মাওলানা সৈয়দ বদরুল হক চিশতি, মোহাম্মদ আফাজ উদ্দীন প্রমুখ। কিডনি ফাউন্ডেশনের পক্ষে অধ্যাপক ডা. এম এ কাশেম, ইঞ্জিনিয়ার কামালুর রহমানসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বৈঠকে ডা. মঈনুল ইসলাম মাহমুদ নিষ্ঠার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং স্বাস্থ্যসেবা বৃদ্ধি ও বন্যার্তদের সেবা কার্যক্রম জোরদার করার বিষয়ে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে একমত পোষণ করা হয়। কিডনি ফাউন্ডেশনের সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠা ফাউন্ডেশনের পক্ষ থেকে ড. মুহাম্মদ নুর হোসাইন ধন্যবাদ জানান এবং আগামীতেও পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উভয় ফাউন্ডেশনের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।