বানভাসী মানুষের পাশে লায়ন্স মেট্রোপলিটন ক্লাব

| রবিবার , ২৫ আগস্ট, ২০২৪ at ৯:০৯ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগং মেট্রোপলিটনের উদ্যোগে হাটহাজারীস্থ ফরহাদাবাদে বানভাসী ২৫০ জন মানুষের শুকনো খাবার বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কাজের উদ্বোধন করেন পিডিজি লায়ন এ কাইয়ুম চৌধুরী।

অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিজিওন চেয়ারপার্সন লায়ন হাসান আকবর, রিজিওন চেয়ারপার্সন লায়ন মোর্শেদুল হক চৌধুরী, জোন চেয়ারপার্সন লায়ন এম ফজলে করিম, জোন চেয়ারপার্সন লায়ন বিজয় শেখর দাশ, ক্লাব প্রেসিডেন্ট লায়ন মিজানুর রহমান রুবেল, সেক্রেটারি লায়ন আকলিমা আখতার, ট্রেজারার লায়ন রফিকুল হাসান মানিক, লায়ন নাজমুল হাসান শিমুল, লিও প্রেসিডেন্ট তুহিন, সেক্রেটারি লিও নয়নসহ আরো অনেকে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে বিএনপি নেতৃবৃন্দের সাথে মন্দির পরিচালনা পরিষদের মতবিনিময়
পরবর্তী নিবন্ধবন্যার্তদের জন্য এক দিনের বেতন দিবেন চবি শিক্ষকরা