চকরিয়ার বিএমচরে সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি

চকরিয়া প্রতিনিধি | রবিবার , ২৫ আগস্ট, ২০২৪ at ৮:৩৪ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। এসময় কর্মসূচি থেকে সন্ত্রাসীদের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিও করা হয়। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের খাসমহাল এলাকায় ভুক্তভোগী নারীপুরুষ ও এলাকাবাসী এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগী নারীপুরুষেরা জানান, স্থানীয় চেয়ারম্যানের ইন্ধনে এলাকায় গড়ে তোলা হয়েছে সন্ত্রাসীদল। এসব সন্ত্রাসী এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সন্ত্রাসীদলে রয়েছে বেতুয়ারকুল গ্রামের ইছহাক, নেজাম, নাছির, বাবু, আলী আহমদ, হাছান আলী, জয়নাল, বশির, তৈয়ব, মো. হোছাইন, মোস্তাকিমসহ অন্তত ৩০ জনের একটি সিন্ডিকেট। ভুক্তভোগীরা আরও জানান, এসব সন্ত্রাসী কৃষকের গরু চুরি, ডাকাতি, বিভিন্নস্থানে ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে মানুষের জায়গা দখল করে দেওয়া, সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি, অপহরণসহ নানা অপকর্মে লিপ্ত রয়েছে। এতে অতিষ্ট হয়ে ওঠেছে এলাকাবাসী। তাই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এসব সন্ত্রাসীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।

মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগী হুমায়ুন কবির বলেন, সম্প্রতি পেকুয়া থেকে গরু বিক্রির টাকা নিয়ে বিএমচর স্টোর স্টেশন এলাকায় হিসাব করার সময় উপরোক্ত সন্ত্রাসীরা সদলবলে সশস্ত্র অবস্থায় এসে কয়েক লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় বাঁধা দেওয়ার চেষ্টা করায় সশস্ত্র সন্ত্রাসীরা ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায় জিয়াউদ্দিনসহ একই পরিবারের কয়েকজনকে। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় আদালতের নির্দেশে মামলা রুজু হওয়ায় আরও বেপরোয়া হয়ে এলাকায় প্রতিনিয়ত নানা অপরাধ কর্মকাণ্ড সংঘটিত করায় ক্ষোভে ফুসে ওঠেছে ভুক্তভোগী এলাকাবাসী। এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছে বলে শুনেছি। ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধভারী বৃষ্টিতে পাহাড় ধস
পরবর্তী নিবন্ধবন্যার্তদের পূর্নবাসনের রোডম্যাপ ঘোষণার দাবি বাসদের