সিলিন্ডার লিকেজ থেকে টেক্সিতে আগুন, লাফ দিয়ে বাঁচলেন চালক

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ২৫ আগস্ট, ২০২৪ at ৮:১১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে সিএনজিচালিত একটি টেক্সিতে আগুনের ঘটনা ঘটে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সীতাকুণ্ডের পৌর সদরের টেকনো ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। এতে চালক আহত হয়। ফায়ার সার্ভিস বলছে সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, টেক্সি চালক জাহেদ পৌর সদরে অবস্থিত টেকনো ফিলিং স্টেশনে গ্যাস রিফিল করতে যান। এ সময় হঠাৎ টেক্সিতে আগুন ধরে যায়। এ সময় চালক টেক্সি থেকে লাফ দিয়ে অল্পের জন্য বেঁচে যায়। পরে স্থানীয়রা গাড়িটি সড়কে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি ইউনিট। চালক জাহেদ বলেন, ওয়ারিং থেকে হঠাৎ আগুন লেগে যায়।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা নুরুল আলম দুলাল বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে আসি। এর আগে স্থানীয়রা আগুন অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিএনজির গ্যাস সিলিন্ডার লিগেজের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন চালক জাহেদ।

পূর্ববর্তী নিবন্ধবিচারপতি মানিক কারাগারে, আদালতে ডিম নিক্ষেপ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম থেকে ফেনীতে ত্রাণ গেল রিলিফ ট্রেনে