প্রত্যেক সবজির কেজিতে দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা

জাহেদুল কবির | রবিবার , ২৫ আগস্ট, ২০২৪ at ৭:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামফেনীসহ দেশের কয়েকটি জেলায় বন্যার অজুহাতে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। বাজারে ১০০ টাকা নিচে কোনো সবজি মিলছে না। গত ২ দিনের ব্যবধানে প্রতি কেজি সবজির দাম বেড়েছে কেজিতে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত। সবজি ব্যবসায়ীরা বলছেন, দেশের ফেনীকুমিল্লার বন্যার কারণে ঢাকাচট্টগ্রাম মহাসড়ক তলিয়ে গেছে। ফলে দেশের উত্তরাঞ্চলীয় বিভিন্ন জেলা থেকে সবজি পরিবহন হয়নি। ফলে বাজারে সরবরাহ সংকট দেখা দেয়।

গতকাল নগরীর চকবাজার ও ২নং গেট কর্ণফুলী কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে প্রতি কেজি বরবটি বিক্রি হচ্ছে ১৬০ টাকা, কাকরল বিক্রি হচ্ছে ১৬০ টাকা, শসা ১২০ টাকা, কচুর লতি ১০০ টাকা, চিচিঙ্গিা ১০০ টাকা, তিতা করলা ১২০ টাকা, টমেটো ৩০০ টাকা, কাঁচা মরিচ ১ হাজার টাকা, বেগুন ১৪০ টাকা, আলু ৬০ টাকা এবং ঢেঁড়স বিক্রি হচ্ছে ১০০ টাকায়।

কাজীর দেউরি বাজারের সবজি বিক্রেতা মোহাম্মদ আজম বলেন, বন্যার কারণে সবজির সরবরাহ ব্যহত হয়েছে। তাই দাম বেড়েছে। আমরা খুচরা ব্যবসায়ীরা পাইকারী বাজার থেকে সবজি এনে বিক্রি করি। সবজি পচনশীল পণ্য। চাইলেই মজুদ করে রাখা যায় না। পাইকারী বাজার থেকে যখন সবজি কিনে আনি, সেগুলো বাছাই করে বিক্রি করতে হয়। কারণ অনেক সবজি নষ্ট পড়ে। এতে আমাদের কেজিপ্রতি কেনার খরচও বেড়ে যায়।

ইমরান হোসেন নামের এক ক্রেতা জানান, শুধু সবজির বাজার বলে কথা নয়, বাজারে এখন প্রত্যেকটি ভোগ্যপণ্যের দামই চড়া। যেভাবে খরচ বেড়েছে, সেভাবে কারো আয় বাড়েনি। এতে নিম্নমধ্যবিত্ত শ্রেণির লোকজনকে সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে। আমাদের দেশে কেবল রমজান মাস আসলে বাজারে কিছুটা মনিটরিং হয়। এরপর সারা বছর আর কোনো খবর থাকে না। সেই সুযোগটাই ব্যবসায়ীরা সব সময় নেয়। এখন যেমন বন্যা হয়েছে, দাম বাড়িয়েছেন। অথচ সবজিগুলো তো বাজারে বন্যার আগে পাইকারী আড়তে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধসাবেক এমপি ফজলে করিম ও ফারাজ করিমসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধশুকনো খাবারের সংকট তৈরি করে নিচ্ছে বাড়তি দাম