বাংলাদেশের ক্রিকেটে সবচাইতে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। এই বয়সে দারুণ খেলছেন তিনি। গতকালও পাকিস্তানের বিপক্ষে রাওয়ালাপিন্ডি টেস্টে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিক। পাঁচ নম্বরে নেমে বলঅ যায় দলের হাল ধরেন মুশফিক। তবে তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন লিটন দাস। দুজনেই পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। এর মধ্যে মুশফিকেরটি বিশেষ। কারণ এই হাফ সেঞ্চুরি করার পথে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। এই মাইলফলক ছুঁতে তার লাগতো মাত্র ৩২ রান। সেটি তিনি সহজেই পেয়ে যান। বাংলাদেশের ক্রিকেটে দ্বিতীয় ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন মুশফিক। তার আগে এই তালিকায় নাম লিখিয়েছেন কেবল সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এই বাঁহাতি ওপেনার ৩৯১ ম্যাচে ১৫ হাজার ২৪৯ রান করেছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান করতে মুশফিকের লাগলো ৪৬১ ম্যাচ।