বাঁশখালীতে রাতের আধারে ফুলের দোকান চুরি করতে এসে জনতার হাতে আটক হয়েছে এক চোর।
বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার কালীপুর ইউনিয়নের সদর আমিন হাট বাজারে এ ঘটনা ঘটে। জানা গেছে, আটককৃত চোর উপজেলার কালীপুর ইউনিয়নের পালেগ্রাম এলাকার মৃত্যু আনু মিয়ার ছেলে বাচ্চু।
দোকান মালিক শোয়াইব জানান, তিনি প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাসায় চলে যান। কিছুক্ষণ পর হঠাৎ আমার মোবাইলে ফোন আসে আমার দোকানের পিছনের টিন কেটে একটি চোরের দল আমার ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করেছে।
আমি সাথে সাথে বিষয়টি আশপাশের লোকজনকে জানালে তাঁরা এগিয়ে আসে। এতে চোরের দল বিষয়টি টের পেয়ে দুই চোর ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে গেলেও দোকানের ভিতরে থাকা বাচ্চু নামের এক চোরকে জনতা আটক করে।আটককৃত চোর বোবা হওয়ায় মুখে কিছু বলতে না পারলেও স্থানীয় জনতা ভয়ভীতি দেখালে পালিয়ে যাওয়া চোরদের বাড়ি দেখিয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন ইশারায় মাধ্যমে চোর বাচ্চু।
পরে জনতা তাঁকে নিয়ে গ্রামে ঢুকলে হঠাৎ চোর বাচ্চু দাঁড়িয়ে যায়। জনতা প্রাণপণ চেষ্টা করলেও পালিয়ে যাওয়া চোরদের বাড়ি দেখিয়ে দিতে রাজি হননি বাচ্চু।
শেষে বাচ্চুর পরিবারে বিষয়টি জানালে তাঁরা পুলিশে দেওয়ার কথা বললে এলাকার জনগণ চোরকে পুলিশের হাতে সোপর্দ করতে গেলে চোর বোবা হওয়ায় তাঁকে জেল হাজতে না দিয়ে মুশলেকা নিয়ে চোরকে ছেড়ে দেওয়ার পরামর্শ দেন পুলিশ।
পরে পুলিশের পরামর্শ অনুযায়ী স্থানীয়দের উপস্থিতিতে মুশলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় বলে জানান।