পানির স্রোতে ভেসে গেল কিশোর, ৮ ঘণ্টা পর মিলল লাশ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৩ আগস্ট, ২০২৪ at ৬:১৪ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় বাঁশের ভেলা নিয়ে বন্যার পানিতে বিল পাড়ি দিতে গিয়ে স্রোতে ভেসে গিয়েছিলো এক কিশোর। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে উপজেলা দক্ষিণ রাজানগর ইউনিয়নের ১নং ওয়ার্ড ফুলবাগিচা গাবতল এলাকায় এই ঘটনা ঘটে। দীর্ঘ ৮ ঘণ্টা খোঁজাখুঁজির একপর্যায়ে নিখোঁজের একইস্থান থেকে রাত সোয়া ১১টার দিকে তার লাশ উদ্ধার হয়। নিহত কিশোরের নাম মো. রনি (১৭)। সে ওই এলাকার আবু বক্করের ছেলে এবং পেশায় একজন সিএনজি টেক্সি চালক ছিলেন।

নিখোঁজ কিশোরের প্রতিবেশী মো. ইউসুফ আলী জানান, এদিন সকাল থেকে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে গাবতলের ভেতরে বাইস্‌সা ডেবা দিয়ে হালিম শাহ মাজারের আগে সড়কের উপর দুই ফুটের বেশি উচ্চতায় পানি উঠে যায়। বন্যার পানিতে প্লাবিত হয় আশেপাশের গ্রাম। সেখানে চারপাঁচজন কিশোর ভেলা নিযে ঘুরতে যায়। এরমধ্যে রনিও ছিলো। একপর্যায়ে ঢলের মধ্যে সবাই নিরাপদে উঠে যেতে পারলেও ভেসে যায় রনি। এরপর ফায়ার সার্ভিসসহ এলাকার জনসাধারণ অনেক খোঁজ চালালে রাতে নিখোঁজের একই স্থান থেকে তার লাশ উদ্ধার হয়।

স্থানীয় ইউপি সদস্য আবদুল কাদের সত্যতা নিশ্চিত করে জানান, ভেলা নিয়ে বিল পাড়ি দিতে গিয়ে স্রোতে তলিয়ে যায় রনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালান। পরে রাত সোয়া ১১টার দিকে স্থানীয়রা নিখোঁজের একই স্থান থেকে তার লাশ উদ্ধার করেন।

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের টিম লিডার জাহেদুর রহমান জানান, কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে স্থানীয় ইছামতী খালের অতিরিক্ত পানি বিলে ঢুকে পড়েছে। এর ফলে বিলের পানির স্রোত বেড়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত ২ জনের মৃত্যু, নিখোঁজ ৩
পরবর্তী নিবন্ধসম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় নানা প্রস্তুতি চসিকের