গাজায় বন্দি ৬ জিম্মির মৃতদেহ উদ্ধার

| বৃহস্পতিবার , ২২ আগস্ট, ২০২৪ at ১২:০৬ অপরাহ্ণ

ফিলিস্তিনি ছিটমহল গাজার খান ইউনিস অঞ্চল থেকে ছয় জিম্মির মৃতদেহ উদ্ধার করার কথা জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী ও দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর। মঙ্গলবার দেওয়া বিবৃতিতে তারা জানিয়েছে, সোমবার রাতে খান ইউনিস এলাকায় অভিযান চালিয়ে একটি ভূগর্ভস্থ টানেল থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। এই অভিযানে ইসরায়েলের সামরিক বাহিনীর সঙ্গে দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতও অংশ নেয়। এসব জিম্মিদের পরিবারকে ঘটনার বিষয়ে জানানো হয়েছে। খবর বিডিনিউজের।

নিহত এসব জিম্মির সবাই ইসরায়েলি নাগরিক হলেও তাদের একজন যুক্তরাজ্য ও ইসরায়েলের দ্বৈত নাগরিক বলে জানিয়েছে বিবিসি। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, অভিযান চলাকালে তাদের সেনারা ১০ মিটার (৩৩ ফুট) গভীর একটি টানেল শ্যাফট খুঁজে পায়। সেটি ধরে একটি ভূগর্ভস্থ টানেল রুটে পৌঁছে। সেখানেই জিম্মিদের মৃতদেহগুলো পাওয়া যায়। বহুতল ভবন ও নির্মাণাধীন একটি এলাকায় দীর্ঘক্ষণ ধরে চলা লড়াইয়ের পর জিম্মিদের এসব মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয় বলে জানিয়েছে তারা।

এই ছয় ইসরায়েলির সবাইকে গত বছরের ৭ অক্টোবর গাজার সীমান্ত সংলগ্ন দক্ষিণ ইসরায়েলের নির ওর কিবুতজ (আবাসিক এলাকা) ও নিরিম কিবুতজ থেকে ধরে নিয়ে গিয়ে জিম্মি করে রেখেছিল আক্রমণকারী ফিলিস্তিনি যোদ্ধারা।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তান পার্লামেন্টের বড় বড় ইঁদুর দেখে বিড়ালও ভয় পাবে
পরবর্তী নিবন্ধইরানে বাস উল্টে ২৮ পাকিস্তানি পুণ্যার্থীর মৃত্যু