আইসিসির চেয়ারম্যান হতে যাচ্ছেন ভারতের জয় শাহ

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২২ আগস্ট, ২০২৪ at ১১:৫৯ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ক্রিকেট বোর্ডের (আইসিসি) পরবর্তী চেয়ারম্যান হতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ। বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলির মেয়াদ আগামী নভেম্বরে শেষ হলে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে তার। ভারতীয় গণমাধ্যম ‘এনডিটিভি’ এই তথ্য নিশ্চিত করেছে। গত মঙ্গলকার এক ভিডিও বার্তায় তৃতীয় মেয়াদের আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে অস্বীকৃতি জানান বার্কলি। এর আগে এই পদে দায়িত্ব পালনের ইচ্ছে প্রকাশ করেছিলেন জয় শাহ। এছাড়া ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কর্তারাও জয় শাহকে সমর্থন দিয়েছেন। যে কারণে নির্বাচনের আগেই জয় শাহর চেয়ারম্যান হওয়া অনেকটাই নিশ্চিত। পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসির প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন জয় শাহ। বিসিসিআই সেক্রেটারী জয় শাহ ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একমাত্র সন্তান। বিসিসিআইয়ে সেক্রেটারি হিসেবে এখনো জয় শাহের মেয়াদ এক বছর আছে।

পূর্ববর্তী নিবন্ধআমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী
পরবর্তী নিবন্ধহাথুরুসিংহের বিকল্প খোঁজার ঘোষণা বিসিবি সভাপতির