আমার জমিয়ে রাখা সন্ধ্যাগুলো
অবেলায় বাঁধে ঘর,
নিভু নিভু প্রদীপ শিখায়
বিদীর্ণ অবসর।
ক্ষান্ত আমি, ক্লান্ত প্রহর
নীরবতায় হারাই,
পিছন ফিরে চেয়ে দেখি
তারারা মেঘে হারায়।
মহাপ্রলয় আসছে বেগে
নয়ন তারার জলে,
কেউ দেখেনি সর্বনাশা ঝড়
ভাসিয়ে নিবে বলে।
রোজ ভিজে যায়
জমিয়ে রাখা সন্ধ্যাগুলো
মহাপ্রলয় ঝড়ে,
ভাসিয়ে হৃদয় ক্ষান্ত হয়নি
তবু জল পিপাসায় মরে।
জমিয়ে রাখা সন্ধ্যা লগ্নে
সবই শূন্যে পড়ে রয়,
সুপ্ত অনুরাগ মনের ডোরে
তবু ভীষণ হারানোর ভয়।
ভীষণভাবে খুঁজে ফিরি
মন পাঁজরের ডোরে,
নিঃস্ব আমি সেই প্রহরেই
তাকে দেখার পরে।