কেন মৃত্যুকীর্ণ শবে ভরলো বাংলা আর চব্বিশ?
দিন দিন খালি হচ্ছে বাংলা মায়ের বুক!
পিতার কাঁধে উঠছে শত শত ছেলের লাশ।
ঐক্যহীন বিশৃঙ্খলা দেখে বাংলার
তরুণ–দামাল–কিশোর দিলে ঝাঁপ মুক্তি ছিনিয়ে আনতে।
মুক্তি আনলে, তার বদলে গেলো, যাচ্ছে কত শত প্রাণ,
তোমরা হয়ে গেলে আকাশের ধ্রুব–নক্ষত্র– তারা।
কারো কারো দীর্ঘশ্বাস আর কষ্টে হাসপাতাল থেকে
ছেয়ে যাচ্ছে বাংলার আকাশ–বাতাস।
বঞ্চিত বিহবল বিমূঢ় জিজ্ঞাসা ভরা চোখে চেয়ে আছো
একে অপরের দিকে।
প্রতিজ্ঞা আর প্রতীক্ষা নিয়ে দাঁড়িয়েছিলে বুক পেতে,
এ–কথা জানলো বিশ্বময়।রক্তের বিনিময়ে আনলে মুক্তি,
বাহান্ন আর একাত্তর যেমনটা বাজে মর্মরধ্বনিতে
তেমনি চব্বিশও হয়ে গেলো এক রক্ত ইতিহাস।