চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ বিপিএম পিপিএম কে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
আজ বুধবার (২১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে এ আদেশ কার্যকর হবে বলেও জানানো হয় ওই প্রজ্ঞাপনে।
এস এম শফিউল্লাহ ২৪তম বিসিএসে উত্তীর্ণ হয়ে পুলিশ সার্ভিসে যোগ দেয়া। তিনি গোপালগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে।
গত ২০২২ সালের ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে তিনি পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। এর আগে তিনি গাজীপুরের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। প্রায় দুই বছর তিনি চট্টগ্রাম জেলায় কর্মরত ছিলেন।