কক্সবাজারে মুক্তা মণি (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে নিজ বাড়ির একটি কক্ষ থেকে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত কিশোরী কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ছনখোলা দক্ষিণ মালিপাড়া ইউনূস ঘোনা এলাকার দানু মিয়ার মেয়ে।
নিহতের মা ছেনুয়ারা বেগম বলেন, ৭ মাস আগে পার্শ্ববর্তী গ্রাম ঘাটকুলিয়া ছড়ার বাসিন্দা ইমরান নামে এক যুবকের সাথে মুক্তা মণির প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে মুক্তা মণি জানতে পারে ইমরান বিবাহিত। তাই তার সাথে সম্পর্ক ছিন্ন করে মুক্তা। বিচ্ছেদের ৬ মাস পর আবারও তাকে নানাভাবে হুমকি ধমকি দিয়ে ব্ল্যাকমেইল করতে থাকে ইমরান। গত সোমবার রাতে ইমরান তার সঙ্গীদের নিয়ে মুক্তাকে অপহরণের চেষ্টা করে। এ সময় পরিবারের সদস্যরা এগিয়ে আসলে পালিয়ে যায় ইমরান। এই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পরে মুক্তামণি। পরে সকলের অগোচরে আত্মহত্যার পথ বেছে নেয় আমার মেয়ে। নিহতের ভাই সাহাব উদ্দিন জানান, আমার বোনের মৃত্যুর জন্য ইমরান দায়ী। আমরা তার শাস্তি দাবি করছি। এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।