হাটহাজারীতে আমেরিকা থেকে দেশের বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আলীয়া (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু আলীয়া উপজেলার মেখল ইউপির ১নং ওয়ার্ডের রহিমপুরস্থ জাফরাবাদ এলাকার আমেরিকা প্রবাসী আইয়ুবের মেয়ে। নিহতের আত্মীয় জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আগের দিন গত রবিবার বিকালের দিকে নানার বাড়িতে পুকুরের পানিতে ডুবে শিশু আলীয়ার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, শিশু আলীয়া মায়ের সাথে তার মামার বিয়েতে যোগ দিতে আমেরিকা থেকে দেশের বাড়িতে আসে। গত কিছুদিন পূর্বে তার মামা নেওয়াজের বিয়ে সম্পন্ন হয়। হাটহাজারী পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ নানার বাড়ি লাল মিয়া হাজীর বাড়িতে মায়ের সাথে বেড়াতে আসা শিশু আলীয়া গত রবিবার দুপুরে সবার অগোচরে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে তলিয়ে যায়। এদিকে দীর্ঘক্ষণ তার কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজতে থাকেন। পরে পুকুর ঘাটের পাশে ডুবন্ত অবস্থা থেকে তাকে উদ্ধার করে পৌরসভার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিকে মেয়ের এমন মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে আমেরিকা থেকে দেশের বাড়িতে শেষ বারের মতো মেয়ের মুখ দেখতে ছুটে আসে নিহতের বাবা আইয়ুব।