শিমুল গাছের নিচে ভুতের
আসর বসে রোজ,
মধ্যরাতে আসর শেষে
করে তারা ভোজ।
সেদিন আমি ও পথ দিয়ে
ফিরছি রাতে বাড়ি,
বুকের ভিতর করছে ধুকধুক
হাঁটছি তাড়াতাড়ি।
যখন আমি চেয়ে দেখি
একটু ডানে ঘুরে,
মাথাবিহীন আসছে যে কেউ
অন্ধকারটা ফুঁড়ে।
ওরে বাবা! বলেই আমি
জোরসে যখন ছুটি,
পিছন থেকে কে যে এসে
ধরল চুলের মুঠি।