১ জন নিহত, নিখোঁজ ৬

ইতালি উপকূলে ইয়ট ডুবি

| মঙ্গলবার , ২০ আগস্ট, ২০২৪ at ১১:৩৫ পূর্বাহ্ণ

ইতালির সিসিলি উপকূলে একটি বিলাসবহুল ইয়ট ডুবে ১ জন নিহত এবং ৬ জন নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে দেশটির দমকল বিভাগ ও উদ্ধারকারীরা। সোমবার ভোরে ইয়টটি ডুবে যায়। ইতালির গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ৫৬ মিটার (১৮৩ ফুট) লম্বা ওই ইয়টটিতে ব্রিটিশ পতাকা উড়ছিল এবং নিখোঁজদের মধ্যে চারজন ব্রিটিশ নাগরিক আছেন। এছাড়াও ইয়টের ২২ আরোহীর মধ্যে ১২ জন যাত্রী এবং ১০ ক্রু ছিলেন, যাদের কেউ আমেরিকান আবার কেউ কানাডিয়ান বংশোদ্ভূত নাগরিক। খবর বিডিনিউজের। জরুরি সেবা বিভাগের কর্মীরা এক বছর বয়সী এক শিশুসহ ১৫ জনকে উদ্ধার করেছে। উদ্ধারকৃতদের মধ্যে আটজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইতালিয়ান কোস্ট গার্ড। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গতরাতে প্রচণ্ড ঝড়ের মুখে পড়ে ইয়টটি ডুবে যায়। পানির নিচে ৫০ মিটার গভীরে এর ধ্বংসাবশেষ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দমকল বাহিনী।

পূর্ববর্তী নিবন্ধনওফেল ও তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ
পরবর্তী নিবন্ধফিলিপিন্সে চলতি বছরে প্রথম এমপক্স রোগী শনাক্ত