দৈনিক জমা কমানোর দাবি, সিএনজি টেক্সিচালকদের সমাবেশ-বিক্ষোভ

| মঙ্গলবার , ২০ আগস্ট, ২০২৪ at ১১:১৫ পূর্বাহ্ণ

সিএনজিচালিত টেক্সির মালিকের দৈনিক জমা কমানোর দাবিতে গতকাল সোমবার সকাল ১০টায় বহদ্দারহাট মোড়ে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম অটোরিকশাঅটোটেম্পো শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মোহাম্মদ সোলাইমানের সভাপতিত্বে ও সহসম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম মাওলা। বিশেষ অতিথি ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক মোহাম্মদ রাশেদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ। সমাবেশের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।

বক্তারা বলেন, বিগত সরকার মালিকদের এজেন্ডা বাস্তবায়নে সিএনজিচালিত অটোরিকশার দৈনিক মালিকের জমা ৬০০ টাকা থেকে ৯০০ টাকা নির্ধারণ করে। তা আবার গেজেট আকারেও প্রকাশ পায়। কিন্তু অতীব দুঃখের বিষয় মালিকেরা তাতেও সন্তুষ্ট না হয়ে সরকারি গেজেট অমান্য করে ১১০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত চালকদেরকে জিম্মি করে তাদের কাছ থেকে দৈনিক জমা আদায় করে থাকে। তারপর আবার গ্যারেজে দারোয়ানির নামে নীরবভাবে ৩০ থেকে ৫০ টাকা চাঁদাবাজি করা হয়। যা সম্পূর্ণ বেআইনি। এ সকল বিষয় নিয়ে বিগত দিনে অনেক আন্দোলন সংগ্রাম করা হয়। চালকদের দাবি মালিকগণ মেনে নেয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে লিখিতভাবে জানানো হলেও তা কার্যকর করা হয়নি।

এ সময় আরো উপস্থিত ছিলন ইউনিয়নের কেন্দ্রীয় সহসম্পাদক শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মো. জসিম উদ্দিন, মো. আলম, মো. সিরাজ, মো. হাসান মোল্লা, মো. ইমরান, মো. কামাল হোসেন ভান্ডারী, মো. রুবেল, শাহাব উদ্দিন, মো. মানিক ও মো. মিরাজ প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল বহদ্দারহাট থেকে বাদুরতলা বড় গ্যারেজের সামনে গিয়ে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশে ফিরেছেন মোসাদ্দেক আলী ফালু
পরবর্তী নিবন্ধটানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত ক্ষতিগ্রস্ত ধান ও সবজি ক্ষেত