দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এস এম মামুনুর রশিদের বিরুদ্ধে আদালতে ধর্ষণের অভিযোগ করেছেন ৩১ বছরের ভুক্তভোগী এক নারী। গতকাল সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৮ এ তিনি এ মামলার আবেদন করেন। তার আর্জি শুনে বিচারক শওকত আলী ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য দারুস সালাম থানাকে নির্দেশ দেন বলে বাদীপক্ষের আইনজীবী মাহবুব হাসান রানা জানান। খবর বিডিনিউজের।
মামলার আর্জিতে বলা হয়, মামুনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বাদীর। মামুন বিয়ের প্রস্তাব দিলে ওই নারী রাজি হন। কিন্তু মামুন শর্ত দেন, অফিস থেকে বিয়ের অনুমতি না পাওয়া পর্যন্ত তাকে নিজের বাড়িতে তুলতে পারবেন না। এরপর গত বছরের ১৬ জুলাই বিকালে মামুন তার দুই বন্ধুসহ এসে একটি নীল কাগজকে কাবিননামা হিসেবে দেখিয়ে বাদীকে সই করতে বলেন। সই করার পর মামুন বলেন, তাদের বিয়ে হয়ে গেছে, কাবিনের অন্যান্য কাজ তিনি নিজে সেরে নেবেন।