বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের নিকটস্থ সিএমএইচ-এ যোগাযোগ করার অনুরোধ

| মঙ্গলবার , ২০ আগস্ট, ২০২৪ at ১০:৫৪ পূর্বাহ্ণ

বাসস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত (চিকিৎসাধীন) আগ্রহী ছাত্রদের জরুরি চিকিৎসা (প্রয়োজনে আর্থিক সহায়তা) গ্রহণের জন্য দেশব্যাপী নিকটস্থ সিএমএইচ এর নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। খবর আইএসপিআরের।

চট্টগ্রাম এরিয়া : ০১৭৬৯২৪২০৭২, ০১৭৬৯২৪২০৫৮,

কক্সবাজার এরিয়া : ০১৭৬৯১০২০৭০, ০১৭৬৯১০২০৫৮।

পূর্ববর্তী নিবন্ধদেশের কোন বিশেষ এলাকার জনগণকে পিছিয়ে রাখা হবে না : সুপ্রদীপ চাকমা
পরবর্তী নিবন্ধপৃথিবীর লুকানো স্তর আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের