ঢাকার বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে। গুলশান বিভাগের উপকমিশনার (ডিবি) কর্মকর্তা মো. জিয়াউদ্দীন আহমেদ তাকে গ্রেপ্তারের তথ্য দিয়ে বলেন, তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তার বিরুদ্ধে চাঁদপুরে ও ঢাকায় মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে। খবর বিডিনিউজের।
এর আগে গত বুধবার সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দীপু মনি ও তার ভাইয়ের বিরুদ্ধে চাঁদপুরে নাশকতার মামলা হয়। ওই মামলার আসামি হিসেবে দীপু মনির বড় ভাই ওয়াদুদ টিপু ছাড়াও ৩৮২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১২০০ জনকে আসামি করা হয়েছে।