বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে পুনর্গঠন করতে চার উপ-কমিটি

| মঙ্গলবার , ২০ আগস্ট, ২০২৪ at ১০:৩৫ পূর্বাহ্ণ

সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনে নেমে সরকার পতনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফরমকে পুনর্গঠন করতে নতুন চারটি উপকমিটি গঠন করা হয়েছে। এগুলো হল : অর্গানাইজিং উইং, প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন উইং, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন উইং ও অথোরাইজেশন উইং। গতকাল সোমবার বিকেলে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে আমাদের সমর্থনে গঠিত সমন্বয়ক কমিটিগুলো বহাল থাকবে এবং বিভিন্ন পরিসরে নতুনভাবে সব কমিটি পুনর্গঠন করা হবে। খবর বিডিনিউজের।

অর্গানাইজিং উইংয়ের সদস্যরা হলেন : আবু বাকের মজুমদার, আবদুল হান্নান মাসুদ, রিফাত রশিদ, শাহিন আলম, শ্যামলী সুলতানা জেদনি, নাঈম আবেদিন, সানজানা আফিফা অদিতি ও খান তালাত মাহমুদ রাফি।

প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন উইংয়ের সদস্যরা হলেন : হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আব্দুল কাদের, মাহিন সরকার, আরিফ সোহেল, আকরাম হোসাইন রাজ, হামজা মাহবুব, নুর নবি, শুভ আহমেদ, শাহীনূর সুমি, মোবাশ্বের আলম, হাসিব আল ইসলাম, মোহাম্মদ রাসেল, উমামা ফাতেমা, আনিকা তাহসিনা, রওনক জাহান, মেহেদী ইসলাম ও তকিউদ্দিন আহমেদ।

মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন উইংয়ের সদস্যরা হলেন : রিজওয়ান রিফাত, আব্দুল্লাহ সালেহীন অয়ন ও তাহমিদ আল মুদাদির চৌধুরী।

অথোরাইজেশন উইংয়ের সদস্যরা হলেন : সারজিস আলম ও আবু বাকের মজুমদার।

পূর্ববর্তী নিবন্ধডব্লিউটিসির কার্যালয়ে তালা
পরবর্তী নিবন্ধবেসরকারি হাসপাতাল-ক্লিনিক থেকে ভুয়া নার্স নির্মূল চান চট্টগ্রাম সিভিল সার্জন