হারুন ও বিপ্লবের বিরুদ্ধে বিএনপির ফারুকের মামলা

| মঙ্গলবার , ২০ আগস্ট, ২০২৪ at ১০:২৬ পূর্বাহ্ণ

ঢাকা মহানগর পুলিশের আলোচিত দুই কর্মকর্তা অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ এবং যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক।

হত্যাচেষ্টার অভিযোগে গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে তিনি এ মামলা দায়ের করেন বলে শেরে বাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) সজীব দে জানান। খবর বিডিনিউজের।

২০১১ সালের ৬ জুলাই বিএনপির কর্মসূচি চলাকালে বিরোধীদলের চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক সংসদ ভবনের সামনে পুলিশের পিটুনির শিকার হন। সেসময় তেজগাঁও বিভাগের উপ কমিশনার হারুন অর রশীদ এবং অতিরিক্ত উপ কমিশনার বিপ্লব কুমার সরকার ওই ঘটনার নেতৃত্ব দেন। জয়নাল আবদিন ফারুককে ধাওয়া করে জামা খুলে নেওয়ার একটি ভিডিও বিভিন্ন সংবাদ মাধ্যমে ছাপা হলে তা ভাইরাল হয়। এরপর থেকেই এ দুই পুলিশ কর্মকর্তার প্রভাব পুলিশ বিভাগে ছড়িয়ে পড়ে। তেরো বছর আগে ওই ঘটনায় মামলা করতে গেলেও তখন পুলিশ নেয়নি বলে দাবি করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফারুক। আদালতে মামলা দায়ের করলেও পরে তা বাতিল করা হয়। গতকাল সোমবার মামলা দায়েরের পর ফারুক সাংবাদিকদের বলেন, ২০১১ সালে পুলিশের হামলার ঘটনায় অভিযোগ নিয়ে এই থানায় (শেরেবাংলা নগর) এসেছিলাম, কিন্তু পুলিশ ভেতরেই ঢুকতে দেয়নি। পরবর্তীতে আমরা কোর্টে মামলা করলে তিন দিন পর বাতিল করে দেয়। উল্টো তখন পুলিশ বাদী হয়ে আমার বিরুদ্ধে একটা মামলা দেয়, সেই মামলায় আজ পর্যন্ত হাজিরা দিতে যাচ্ছি।

তিনি বলেন, আজকে সুযোগ হয়েছে, ছাত্রজনতার রক্তের বিনিময়ে দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। আমি আশা করি ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে, এই সময়ে আমার ওপর ঘটে যাওয়া হত্যাচেষ্টার ঘটনায় সুবিচার আমি পাব। অভিযোগটি গ্রহণ করেছেন ওসি সাহেব। দণ্ডবিধির ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ২০৬, ১০৯ ও ৩৪ ধারায় মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদুই ফার্মেসিকে আড়াই লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধজিহাদ-সিয়ামকে আসামি করে ভারতের আদালতে অভিযোগপত্র