নির্বাচন ব্যতীত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসার সুযোগ নেই : খসরু

| মঙ্গলবার , ২০ আগস্ট, ২০২৪ at ৬:১৯ পূর্বাহ্ণ

নির্বাচন ব্যতীত দেশে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

গতকাল সোমবার বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নড স্পানিয়েরর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। খবর বাসসের। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বৈঠকে বাংলাদেশের পট পরিবর্তনের পর আগামী দিনের বাংলাদেশ কোন দিকে যাচ্ছে এবং গণতান্ত্রিক, অর্থনৈতিক, রাজনৈতিক সব বিষয় আলোচনা হয়েছে। এ সময় চলতি সংকট কাটিয়ে উঠার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন সম্ভাব্য সহায়তার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, বৈঠকে বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা হয়েছে। আওয়ামী লীগ শাসনে ধ্বংস হয়ে যাওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতিকার কী এবং কিভাবে এগুলোকে আবারও সঠিক জায়গায় নিয়ে আসা যায় তা নিয়েও আলোচনা হয়। এক্ষেত্রে তাদের কি ধরনের সহযোগিতা থাকতে পারে এবং ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি বাণিজ্য কিভাবে অব্যাহত রাখা যায় এবং সে ক্ষেত্রে তাদের কি করা উচিত, সেসব বিষয় আলোচনায় প্রাধান্য পায়। তিনি বলেন, অর্থনৈতিকভাবে উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের তাদের সঙ্গে যে ফ্রেমওয়ার্ক আছে, তা কিভাবে রিফর্ম বা সংস্কার করা যায়, যাতে তাড়াতাড়ি অর্থনৈতিকভাবে সঠিক জায়গায় আমরা ঘুরে দাঁড়াতে পারিমূলত এ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আমীর খসরু বলেন, নির্বাচন ব্যতীত গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই। স্বাভাবিকভাবেই সে বিষয়ে আলোচনা হয়েছে।

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের অর্থ অনিয়মের বিষয়ে তদন্ত চান কিনা সে বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত তো অবশ্যই চাই। শুধুমাত্র রূপপুর নয়, বিপুল টাকা বিদেশে পাচার হয়েছে। ১০০ বিলিয়নের উপরে পাচার হয়ে যাওয়া অর্থ দেশে ফেরত আনার বিষয়ে আলোচনা হয়।

পূর্ববর্তী নিবন্ধচসিকের প্রশাসক পদে বিভাগীয় কমিশনার তোফায়েল
পরবর্তী নিবন্ধজনগণ পুলিশকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে, এ ধারা অব্যাহত থাকুক