যানবাহনে চাঁদাবাজি করার সময় একজন আটক, ধারালো অস্ত্রভর্তি বাক্স উদ্ধার

নতুন ব্রিজ তিন রাস্তার মোড় এলাকা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৯ আগস্ট, ২০২৪ at ১০:৩৫ পূর্বাহ্ণ

৩৫ নং বকশীর হাট ওয়ার্ড নতুন ব্রিজ তিন রাস্তার মোড় এলাকায় যানবাহনে চাঁদাবাজি করার সময় গতকাল রাতে বিপুল পরিমাণ ধারালো অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে।

আনুমানিক রাত সাড়ে ৯ টার দিকে ওই এলাকায় কিছু লোক বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করছিল। এ সময় স্থানীয় সাধারণ জনগণ চাঁদাবাজদের বিরুদ্ধে এগিয়ে আসে এবং তাদের প্রতিরোধ করার চেষ্টা করে। তখন চাঁদাবাজদের নিজস্ব গ্রুপের লোকজন আশেপাশের বিভিন্ন এলাকা হতে ওই স্থানে উপস্থিত হয়ে বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সাধারণ জনগণের ওপর হামলা করে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে টাস্ক ফোর্স৪ এর ক্যাপ্টেন মাহরাফ এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল এবং সাহায্যকারী আরো ২টি টহল দল সহ মোট ৩টি টহলদল ঘটনাস্থলে উপস্থিত হয় এবং এলাকাবাসীর সাহায্যে একজন অপরাধীকে আটক করে। এরপর এলাকাবাসীর দেয়া তথ্যের ভিত্তিতে পাশে থাকা একটি দোকান থেকে দেশীয় ধারালো অস্ত্রভর্তি বাক্স উদ্ধার করা হয়। সেখানে মোট ২১ টি বিভিন্ন ধরনের ছোটবড় ধারালো অস্ত্র ছিল। এই অস্ত্রসমূহ এবং অপরাধীকে বাকলিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সেলিম রহমান
পরবর্তী নিবন্ধবিশ্বের ১০০ বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দর আবার ৬৭তম