অতিবর্ষণে কাপ্তাইয়ে সড়কে ধস, বড়ইছড়ি-রাঙামাটি যান চলাচল বন্ধ

কাপ্তাই প্রতিনিধি | রবিবার , ১৮ আগস্ট, ২০২৪ at ৩:১৩ অপরাহ্ণ

অতিবর্ষণে বড়ইছড়ি-ঘাগড়া-রাঙামাটি সড়কের কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারা এলাকায় সড়ক ধ্বসে পড়ায় রবিবার (১৮ আগস্ট) সকাল হতে এই সড়কে শুধুমাত্র মোটরসাইকেল ব্যতিত সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে বড়ইছড়ি সিএনজি চালক সমিতির সভাপতি আমীর হোসেন বলেন, গত কয়েকদিনের অতি বর্ষণে  বড়ইছড়ি-ঘাগড়া-রাঙামাটি সড়কের কুকিমারা এলাকায় সড়ক ধ্বসে পড়ায় রবিবার সকাল হতে এই সড়কে মোটরসাইকেল ব্যতিত বাকি সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। 

সিএনজি চালক হেমন্ত তনচংগ্যা এবং বড়ইছড়ি-রাঙামাটি বাস মালিক সমিতির লাইন ম্যান মোজ্জামেল হক বাহাদুর বলেন, এতদিন ঝুঁকিপূর্ণভাবে এই জায়গায় আমরা যান চলাচল করলেও গত কয়েকদিনের অতি বৃষ্টিতে সড়কের কুকিমারা এলাকায় সড়কটি ধ্বসে রবিবার সকাল হতে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমার সাথে রবিবার (১৮ আগস্ট) সকাল ১১ টা ৪০ মিনিটে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই মুহূর্তে আমিসহ সওজের কর্মীরা কুকিমারা এলাকায় আছি। আমরা মেরামতের কাজ করছি, আশা করছি আজ সন্ধ্যার মধ্যে ভাঙা অংশের কাজ মেরামত করে যান চলাচল উপযোগী করা তোলা হবে।

পূর্ববর্তী নিবন্ধশহীদ ইসমামুল হকের লোহাগাড়ার বাড়িতে মুক্তিযুদ্ধ উপদেষ্টা ফারুক-ই-আজম
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় নিখোঁজের ২৪ ঘন্টা পর যুবকের লাশ উদ্ধার