খালে গরু পার করাতে গিয়ে স্রোতে ভেসে গেল যুবক

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১৮ আগস্ট, ২০২৪ at ৮:৪২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় খালে গরু পার করতে গিয়ে পানির স্রোতে ভেসে গেছে এক যুবক। গতকাল শনিবার সকাল ১১টার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের কুলমাই খালে এই ঘটনা ঘটে। নিখোঁজ মো. আরমান (২২) লালানগর চাঁদ নগর এলাকার মো. রাজ্জাক আলীর ছেলে। খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালালেও তাকে পাওয়া যায়নি। আরমানের বন্ধু মো. নুরুন্নবী জানান, আরমান পেশায় একজন রাজমিস্ত্রীর শ্রমিক। মাঝেমধ্যে বাবার গরু ও কৃষি কাজে সহায়তা করেন। টানা বৃষ্টির কারণে গতকাল কুলমাই খালের পানি বেড়ে গিয়েছিল, স্রোতও ছিল বেশি। সকালে আরমানের বাবাসহ গরু পার করার সময় পা পিছলে পানিতে তলিয়ে যায়। এরপর অনেক খুঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা এসে ১ ঘণ্টা উদ্ধার অভিযান করেও ব্যর্থ হয়। উদ্ধার করতে গিয়ে ডুবুরি দলের এক কর্মী আহত হয়েছেন বলে জানান তিনি।

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা মেরাজ আলী জানান, রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসেছে। তবে এখনো পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধবৃষ্টি ও পাহাড়ি ঢলে চন্দনাইশে বন্যা
পরবর্তী নিবন্ধকোটা আন্দোলন ঘিরে ৬৫ শিশুর মৃত্যু : ইউনিসেফ