লন্ডনের ডিভি চলচ্চিত্র উৎসবের পর এবার রাশিয়ার মস্কো চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র ‘লতিকা’। সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ পরিচালক ও প্রযোজক সামছুল ইসলাম স্বপন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্মাতা বলেছেন, মস্কো আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসবের শর্ট কম্পিটিশন ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছে তার সিনেমা। স্বপন বলেন, আগামী ৫ সেপ্টেম্বর শুরু হয়ে এই উৎসব চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। খবর বিডিনিউজের।
উৎসবে ‘লতিকা’ চলচ্চিত্রটি দেখানো হবে ৮ সেপ্টেম্বর সন্ধ্যায়। গত জুলাইয়ে লন্ডনের ডিভি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হলে প্রশংসিত হয় এ প্রামাণ্য চলচ্চিত্র। এবার মস্কোর ডাক পাওয়ায় উচ্ছ্বসিত স্বপন বলেন, ‘এই চলচ্চিত্র উৎসবে ১৫টির কেশি দেশের চলচ্চিত্র প্রতিযোগিতা করবে। আমার সিনেমাও জায়গা পেয়েছে, আমি খুব আনন্দিত।’ এই স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্রটি নির্মিত হয়েছে ব্রিটিশ কাউন্সিলের অর্থায়নে। নড়াইল জেলার চিত্রা নদীর পাড়ে মালো সমপ্রদায়ের সংগ্রামী নারী লতিকা ও তার পরিবারকে কেন্দ্র করে এগিয়েছে চলচ্চিত্রের গল্প লতিকার স্বামী শ্যাম বিশ্বাস ভোঁদড় দিয়ে মাছ শিকার করা জেলে। দুই সন্তান এবং তিন জোড়া ভোঁদড় নিয়ে তাদের টানাপোড়নের সংসারের জীবনচিত্র উঠে এসেছে সিনেমায়।