‘মাথার ভেতর আপেল গাছ’

মেলবোর্নের উৎসবে দেশের সিনেমা

| রবিবার , ১৮ আগস্ট, ২০২৪ at ৯:৩১ পূর্বাহ্ণ

পরিচালক ফজলে রাব্বি মৃধার চলচ্চিত্র ‘মাথার ভেতর আপেল গাছ’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নের’ ১৫তম আসরে জায়গা করে নিয়েছে সিনেমাটি। খবর বিডিনিউজের। সিনেমার প্রযোজক আরিফুর রহমান বলেছেন, ১৫ আগস্ট উৎসব শুরু হয়েছে, চলবে ২৫ অগাস্ট পর্যন্ত। আর ‘মাথার ভেতর আপেল গাছ’ দেখানো হবে আগামী ২১ অগাস্টে। সিনেমার শুটিং পাঁচ বছর আগে হয়েছে জানিয়ে পরিচালক রাব্বি বলেন, “এতদিন আগে সিনেমার শুটিং শেষ হলেও পরবর্তী কাজগুলো করতে অনেক সময় চলে গেছে। এটি আপাতত আন্তর্জাতিক অঙ্গনের দর্শক সমালোচকদের জন্য প্রস্তুত। সিনেমাটি অস্ট্রেলিয়ায় দেখানো হচ্ছে বলে ভালো লাগছে। আমরা খবুই এঙসাইটেড।”রাব্বির পরিচালনায় দ্বিতীয় সিনেমা এটি। নির্মাণের পাশাপাশি সিনেমার গল্প ও চিত্রনাট্য তিনি নিজেই লিখেছেন। সিনেমার গল্প নিয়ে বলেন, পরিবার নিয়ে সংগ্রামী এক মন্টুর গল্প দেখানো হয়েছে এখানে। তার স্ত্রী ও সন্তান আলঝেইমার রোগে আক্রান্ত। তাদের জীবন স্বাভাবিক রাখতে নানা রকম চেষ্টা করে যায় মন্টু। সেই অংশ হিসেবে বেছে নেওয়া হয় একটি আপেল, যা খেলে ভালো হয়ে যাবে স্ত্রী ও সন্তান। এইভাবেই এগিয়ে যাবে গল্পটি। ‘মাথার ভেতর আপেল গাছ’ সিনেমায় অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, জয়িতা মহলানবিশ, এ কে আজাদ সেতু, সোহাগ মৃধাসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছেন বিজন ইমতিয়াজ, আরিফুর রহমান ও জসীম আহমেদ এবং নির্বাহী প্রযোজক হিসেবে ছিলেন সাকিব ইফতেখার। সিনেমার অন্যতম প্রযোজক আরিফুর রহমান বলেন, পাঁচ বছরের বেশি সময়ের একটা পথচলা এই সিনেমার সঙ্গে। অবশেষে বড় পর্দায় দেখবে বিশ্ব। সম্পূর্ণ স্বাধীন প্রচেষ্টায় নির্মিত এই সিনেমা আমার নিজের অসম্ভব প্রিয়।

পূর্ববর্তী নিবন্ধপ্রভাসের বিপরীতে থাকছেন না ম্রুণাল
পরবর্তী নিবন্ধ‘লতিকা’ যাচ্ছে মস্কো