ছাত্র আন্দোলনে আহত রোগীদের পাশে অঙ্গীকার ফাউন্ডেশন

| রবিবার , ১৮ আগস্ট, ২০২৪ at ৯:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজে এখনো চিকিৎসাধীন গুরুতর আহত রোগীদের পরিবারগুলোর হাতে আর্থিক সহায়তা হিসেবে নগদ অর্থ তুলে দিল অঙ্গীকার বাংলাদেশ ফাউন্ডেশন চট্টগ্রাম। গতকাল শনিবার সভাপতি আতিক ইউএ খান জানিয়েছেন, আইসিইউ রোগী এবং গুরুতর আহত রোগীদের নগদ ১০ হাজার টাকা এবং তুলনামূলক কম ঝুঁকির রোগীদের নগদ ৫০০০ টাকা করে পরিবারগুলোর হাতে তুলে দিয়েছেন। মোট রোগীর সংখ্যা ২৫ জন।

ইতিপূর্বে আন্দোলনে আহত কয়েকশো রোগীদের বকেয়া চিকিৎসা ব্যয় বিল বাবদ ১,৭০,২০০ টাকা অনুদান দিয়েছিল অঙ্গীকার বাংলাদেশ ফাউন্ডেশন চট্টগ্রাম।

সংগঠনের সভাপতি ক্যাপ্টেন আতিক ইউএ খান জানিয়েছেন, পর্যায়ক্রমে সংগঠনটি ঢাকা মেডিকেল কলেজ, পঙ্গু হাসপাতাল, নিউরোসায়েন্স হাসপাতাল, চক্ষুবিজ্ঞান ইন্সটিটিউট, বগুড়া মেডিকেল কলেজসহ দেশের অন্যান্য স্থানের গুরুতর আহত রোগীদের পাশে দাঁড়াবে। এছাড়াও আন্দোলনে নিহত বাছাই করা অন্তত ২০২৫টি দরিদ্র পরিবারকেও আর্থিক সহায়তা দেয়ার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন ক্যাপ্টেন আতিক।

আর্থিক অনুদান হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেডিকেল এর বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার, চিফ অফিসার আতিকুল্লাহ খান আর মেরিন ফিশারিজ একাডেমির চিফ ইঞ্জিনিয়ার মাইনুল হক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে শেখ হাসিনা শুধু ভারতের স্বার্থই বাস্তবায়ন করেছে
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল