সাংবাদিক হাউজিং সোসাইটিতে বৃক্ষরোপণ কর্মসূচি

| রবিবার , ১৮ আগস্ট, ২০২৪ at ৯:১৭ পূর্বাহ্ণ

শেরশাহ্‌ সাংবাদিক হাউজিং সোসাইটি ও রোটারী ক্লাব অব ইসলামাবাদের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সোসাইটি এলাকায় গত ১৬ আগস্ট উদ্ধোধন করা হয়। সোসাইটি প্লট মালিক সমিতির যুগ্ম আহবায়ক সাংবাদিক শামসুল হক হায়দারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদ চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন রোটারী ক্লাব অব ইসলামাবাদের সভাপতি প্রফেসর ড. ইসহাক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ওস্তাদ আজিজুল ইসলাম, চট্টগ্রাম রোটারী সেন্টারের প্রেসিডেন্ট ওসমান গণি মনসুর, সাংবাদিক শতদল বড়ুয়া, শফিকুল আলম খান, ইঞ্জিনিয়র ড. আসিফ, রোটারেক্ট প্রেসিডেন্ট মোহাম্মদ রিয়াদুল, রোটারিয়ান মোহাম্মদ এরশাদ চৌধুরী, আবিদা ওয়াদুদ, মোশাররফ হোসেন চৌধুরী, ব্যাংকার এ.টি.এম কারুদ্দিন চৌধুরী, মরিয়ম আক্তার, রিফাত সাইফুল ইসলাম সাকিব।

সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। উল্লেখ্য,মাসব্যাপী কর্মসূচিতে ২০০টি গাছের চারা লাগানো হয়েছে। পর্যায়ক্রমে সোসাইটির সৌন্দর্য বর্ধণে আরো গাছের চারা লাগানো হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিহত ফারুকের পরিবারের পাশে জামায়াতে ইসলামী
পরবর্তী নিবন্ধদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে শেখ হাসিনা শুধু ভারতের স্বার্থই বাস্তবায়ন করেছে