দুর্ভোগ পিছু ছাড়ছে না আনোয়ারা ডাক বাংলো–ডুমুরিয়া সড়কে। ১৫ বছর ধরে সংস্কারহীন দেড় কিলোমিটার সড়কটির মাত্র ৩০০ ফুট অংশে গত জুন মাসে কাজ শুরু হলেও তাও ঝুলে আছে। জনদুর্ভোগ বিবেচনায় উপজেলা প্রকৌশলী কাজ শুরুর ২০/২৫ দিনের মধ্যে কাজ শেষ করার ঘোষণা দিলেও গত আড়াই মাসে অর্ধেকেরও কাজ শেষ হয়নি। এই অবস্থায় কখন এ সড়কের কাজ শেষ হবে তা নিয়ে অনিশ্চয়তায় স্থানীয় ভুক্তভোগীরা। বর্তমানে এ সড়কের দুই মুখে ও মাঝখানে গর্ত সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই হাঁটু পানি জমে সড়কটি দিয়ে পায়ে হেঁটেও যাতায়াত করা অনেক কষ্টকর।
আনোয়ারা উপজেলা এলজিইডি অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে উপজেলা ডাক বাংলো সড়কের ৩০০ ফিট কাজের টেন্ডার প্রক্রিয়া শেষে কাজ শুরু হয়, সড়কের দুই পাশে ইটের গাঁথুনি দিয়ে গাইড ওয়াল করে বালি ফিলিং করে কংক্রিট ঢালাই দিয়ে কাজ শেষ করার কথা। ৩ ফুট সড়কে নিয়ম অনুযায়ী কাজ করলে ঠিকাদারের সর্বোচ্চ কাজ শেষ করতে এক মাস সময়ে লাগার কথা। সেখানে আড়াই মাস পার হয়ে গেলেও ঠিকাদার অর্ধেক কাজ শেষ করতে পারেনি। যার কারণে স্থানীয়দের মাঝে আরো বেশি ক্ষোভের সৃষ্টি হয়েছে ।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আরাফাত জানান, ডাকবাংলো সড়কের দুই পাশে স্থানীয় বাসিন্দা ছাড়াও উপজেলার সব বিভাগের কর্মকর্তা–কর্মচারী ভাড়া বাসায় থাকেন। বর্তমানে এই সড়কটির কারণে কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার। আমরা অতি দ্রুত এ সড়কের সংস্কার কাজ শেষ করার দাবি জানাচ্ছি।
স্থানীয় নুরুল কবির জানান, কয়েকদিন পর পর ঠিকাদারের ৩/৪ জন শ্রমিককে কাজ করতে দেখা যায়। এভাবে আড়াই মাস ধরে মাত্র ৩ শত ফিট সড়কে কাজ চলছে। এখনো অর্ধেক কাজও শেষ হয়নি। কখন এই সড়কের কাজ শেষ হবে তাও আমাদের জানা নেই।
আনোয়ারা উপজেলা প্রকৌশলী তসলিমা জাহান জানান, জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা দ্রুত সময়ের মধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ শেষ করার নির্দেশ দিয়েছি। কাজে ঠিকাদারী প্রতিষ্ঠানের কোন গাফিলতি হলে আমরা ব্যবস্থা নিব।